সে কোন মহিলাদের দেখি

সে কোন মহিলাদের দেখি স্বপ্নে- চারি-দিকে অন্ধকার ঘর;
রুপালি গরিমা কাঁপে, জ্বলে যেন হিরকের তরবার- ঘুমের ভিতর;
যত দূর চোখ যায় মুখের ছবির মতো নদী যেন স্থির
যেন কার মুখের ছায়ার মতো স্তব্ধ অরণ্যেরা;
রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা;
শান্ত সব; শান্তি নেই: তবুও ব্যথার কথা যেন অবান্তর
কবেকার জীবনের এই সব লীন প্রতিচ্ছবির ভেতর।