সেখানে সমুদ্র যেন

সেখানে সমুদ্র যেন পৃথিবীর শান্ত এক নদীর মতন
আকাশের থেকে শেষ হিরণ রঙের জন্ম হয়
কমলা আভার মতো স্নিগ্ধ এক প্যাগোডায় পৃথিবীর মন
ঐখানে শান্তি পাবে এক দিন- বেবিলনে নয়

অনেক ধূসর বই মোমের আলোর নিচে ব’সে
নীরবে নেড়েছি আমি- পৃথিবীর জন্মের প্রদোষে

পৃথিবীর মৃত্যুর প্রদোষে;- অজস্র মৌমাছি যেন মৃত্তিকার মতন শরীর
খায় আজও;- কালো হয়ে জেগে ওঠে রূঢ় প্রয়োজনে
তার পর মৃদু রং নিভে যায়- মুছে যায় কথা কাজ রক্তের শিবির
শান্তি আসে প্যাগোডার মতো মৌন পৃথিবীর মনে।