স্বাতীর শরীর ছুঁয়ে গভীর বাতাস
মাঝে-মাঝে পৃথিবীতে নেমে আসে ম্লান
মিনারকে শাদা ক’রে দেয়
কেমন উজ্জ্বল হয়ে যেতেছে খিলান
অবরুদ্ধ নগরী কি? বিচূর্ণ কি? বিজয়ী কি? সময়ের কাছে
আমাদের মৃত পিতৃপুরুষেরা ঋণ
শোধ ক’রে দিতে ভুলে গিয়েছিল সব? অজ্ঞাতকুলশীল কূলে ভেসে সময়বিহীন
অন্ধকারে সাময়িকতার ক্ষুধা দিয়ে
আমাদের অগ্রসর হয়ে যেতে হয়
না হ’লে মহান কোনও অর্থ ছিল কারুকাজ মনোজীবনের
ইতিহাস তবু জনসাধারণজনিত বিষয়।