সে

শ্রাবণের গভীর রাতে ঝমঝমানি শেষ হল।
আবার আকাশে মেঘ ঘন হয়ে উঠল।
মাঝখানে খানিকটা ফাঁকা প্রেত সময়
আমি বিছানার থেকে উঠে বেরিয়ে পড়লাম:
কোথায় যেন কী হবে সেই নির্জন সমারোহের আকর্ষণে

কোথায় কী হবে?
কেউ আমার দরজায় ঘা দিয়ে ডেকে যায় নি

শুধু দুই স্তর গভীর কালো মেঘের ফাঁকে
চিহ্ন ফুটে উঠল আলোর
আমারই পরিচিত এক মানুষী সেখানে আজ রাতে
সহসা আমাকে সে মনে করে যখন
শ্রাবণ-রাতের নদীকেও আকাশকেও আকস্মিক চাঁদের উদয়ে ভীত ক’রে তোলে সে।