সে এক বালক আছে

সে-এক বালক আছে কুড়ায় ঝিনুক নুড়ি একাকী সিন্ধুর পারে ব’সে
হাওয়াই দ্বীপের পারে, কিম্বা ফিলিপাইন দ্বীপে,- কিম্বা দূরে আরও!
সেখানে আকাশ নীল,- আকাশের চেয়ে সেই সমুদ্রের নীল আরও গাঢ়!
আকাশের বুকে আজও সেইখানে লেগে আছে পৃথিবীর প্রথম আলো সে!
সেই বালকের বুক ভ’রে আছে মানুষের হৃদয়ের প্রথম সাহসে,
প্রথম সে মানুষের আকাঙ্ক্ষা আহ্লাদ আজও বুকে জেগে রহিয়াছে তারও!
তেমন সমুদ্র এক রহিত আমার যদি,- দ্বীপ এক রহিত আমারও
সাগরের পারে যদি;- আজিকার জীবনের ফাঁস যদি প’ড়ে যেত ধ্ব’সে

আমিও বালক হয়ে তবে সেই দূর দ্বীপে ঢের দূর সমুদ্রের পারে
এখানের পৃথিবীর বুক থেকে স্খ’লে গিয়ে শিখিতাম বিস্ময়ের ভয়!
যখন দিনের আলো আকাশের বুক সাঁতারিয়া মিশে যায় অন্ধকারে,
অথবা নক্ষত্র সব স’রে গেলে যখন হতেছে অন্য আলোর উদয়,
আবিষ্কৃত আকাশের পার ছেড়ে সন্তর্পণে চোখ মেলে দেখিতাম তারে
সাগরের পারে গিয়ে দূর দ্বীপে একবার পথ ভুলে যা দেখিতে হয়!