সে কোন শতক এই জানি না

সে কোন শতক এই জানি না কি- শতকের জীব?
তবু এক গুণপনা ছড়ায়ে রয়েছে এই দেশে
জাপানির বারুদের পথে ফলিয়াছে ভোর, চকিতে জেনেছে
ভুল ক’রে আজ এই পৃথিবীতে এসে

মনে হয় হৃদয়েরে চেয়ে আনে নিসর্গের ভোর এসে গেলে
নগরীর আট-দশ মাইল নীল আকাশের পথ
যে-মানুষ মৃত সব সময়ের আকাশ দেখে নি
তার কাছে মনে হবে শুধু সুমহৎ

ক্রমেই সূর্যের দিকে ঘনাতেছে সারসের ভিড়
নীলিমার থেকে আসা বারুদের সমারোহ প্রতিভাত হয়
নির্বেদ যে চায় এই আধুনিক শতাব্দীতে ঘুরে
তার কাছে এ-আকাশ বলয়িত হয়ে শুধু নীলিমার সম্প্রসার নয়।