সেই এক হেমন্ত ঋতু

ঢের কথা ব’লে তবু এক আকাশের মতো নিঃশব্দতা
হৃদয় আকাঙ্ক্ষা করে- শর-বনে বিজন বাতাস
পানকৌড়ির ডাক- শীতের অস্পষ্ট গন্ধ বিকেলের রোদ
নদীতে দুইটি রাজহাঁস
এরা সবই নিঃশব্দতা
নিঃশব্দতা যত দূর চ’লে যেতে পারে
এদের সবেরই মুখোমুখি ছায়া- হৃদয়ের ভুলে
একটি হেমন্ত ঋতু কাটাতেছে মানুষের মতন আকারে।