সেই সব প্রাণীদের

সেই সব প্রাণীদের আমি ভালোবাসি
যাহারা নদীর উপর দিয়ে চ’লে যায়
গভীর নিবিষ্ট হয়ে চর্মচক্ষুহীনতায়
তরঙ্গের পারস্পর্য যেন প্রীত ভগ্নীদের মতো উড়ো হাসি
তাদের শরীরে হাত রেখে দিয়ে হৃদয়যন্ত্রের কাজ গুনে
নেমে যায় আর-এক বার মৌল সৃষ্টির আগুনে।

কোথাও রয়েছে জেগে স্থির এক অভিজ্ঞের মাথা
অনন্য, নিবিড় এক পিঞ্জরের যোজনায় ব’সে
দেখেছে অনেক জীব স’রে গেছে গচ্ছিত দাঁতের মতো খ’সে
তাহাদের কেউ-কেউ সরীসৃপ-যুগ, উর, বেবিলন, দিল্লি, কলকাতা
ছেড়ে দিয়ে চ’লে যায় সৃজনের আদিতম মেধার সন্ধানে
হে সসীম স্বর্ণমুদ্রা, কোথায় বৃত্তের শুরু, কোথায় সমাপ্ত তার মানে?