শিল্পী

জীবন কাটায়ে দেয় যে-মানুষ সূক্ষ্মতর শিল্পচিন্তা নিয়ে
ফলকের ‘পর ক্ষুদ্র নিয়ন্তা রেখার টানে ফেলেছে যে সীমানা হারিয়ে
সেই সব মানুষের আত্মা যেন বিস্রস্ত মুকুরে
কেবলই নড়িতে আছে জলের আভার মতো উদ্বিগ্ন দুপুরে
অথবা আশ্চর্য হংসী অব্যর্থ ডানার অসংযমে
নির্ঝরের এক রূপালি শল্কের দ্রুত মাছকে প্রণয়ী ব’লে ভেবেছিল ভ্রমে

আজও ভাবে; বরফের মতো সাদা ডানা নিয়ে পিঙ্গল ঢেউয়ের পিঠে চ’ড়ে
যখন সে তীর খেয়ে- অথবা রক্তের হর্ষে- সৌর পৃথিবীর মতো ঘোরে।