শীতের বিকেল বেলা

শীতের বিকেলবেলা- এইখানে কোনও শব্দ নেই।
সব সুর গিয়েছে ফুরিয়ে
এইখানে সমুদ্রের তীরে
আমার হৃদয় যেন সব-চেয়ে দূর দ্বীপ স্পর্শ করে গিয়ে।

মনে হয়, কারা যেন কপাট খুলছে দূরে- আরও ঢের দূরে
যত দূরে যাও
আরও দূরে যেতে হবে- ধূসর কপাট সেই সব
আরও দূরে লুকোবে কোথাও।