শহরে বিকেল হলে

শহরে বিকেল হলে প্রকাশিত যেন এক বিরাট গরিমা
জেগে ওঠে;- মালটানা মহিষেরা ভিস্তির জল শোঁকে
হাসপাতালের রুগি চ’লে গেছে অতীন্দ্রিয় লোকে
লাশকাটা ঘরে যেন ভৌতিক ট্রেন এসে থামে:
স্তব্ধ সাদা গদি সব- নির্জন সেলুনকার- মাছিহীন
সমস্ত বাজেট ছিঁড়ে পৃথিবীর- উড়িছে- উড্ডীন
এই সব মজা পাওয়া যাবে, আহা, এক দিন- এক দিন- কোনও এক দিন-
বলিল চায়ের কাপ হাতে ক’রে কোনও এক নেশাখোর চিত্রকর এসে
কোঁচা দাড়ি রগড়ায়ে অপবিত্র হায়নার মতো যেন হেসে
শহরের অপরাহ্ন-গোধূলিরে আঁকিতেছে-
পেয়ালার ফাটলের কালো-কালো দাগগুলো যেন এক অবলুপ্ত গলি-
এই পৃথিবীতে তারা আজ আর নেই
বলিল সে: মাকড়সা… দোয়েলের খোঁচা খেয়ে কোথাও মরেই
যত দিন মাকড়েরা উদরের সুতো ধ’রে নাচে-
আমি কবি- শিল্পী- স্রষ্টা- অব্যয় ঈশ্বর আমি-
আমারে আনন্দ দিতে ইহারা আমার তরে বাঁচে।