শহরের মেসে

শহরের মেসের জানালা থেকে এই সব:
চাঁদ ডুবে যায়-
সারা রাত শহরের আকাশের ‘পর নক্ষত্রেরা কী এক বিরাট সভা করেছিল
হঠাৎ আমাকে দেখে ত্রস্ত হয়ে স’রে যায়
এশিরিয় সৈন্য যেন ভেঙে পড়ে
আমার জীবনে এই বিচিত্র ক্ষমতা
তখন সূর্যের কথা
মনে ছিল না ক’
অজস্র কিরণ এসে বর্শার মতন এই চোখ বিঁধে গেল
‘জানো না কি’