শোনো- শোনো- নীলকণ্ঠ পাখিরা

শোনো- শোনো- নীলকণ্ঠ পাখিরা
আলোর ফোয়ারাপারে
তোমারই ঘুমের কুহেলি ঝরার আগে
পেয়ে গেছে নীলিমারে।
এসো- এসো- এসো প্রথম ভোরের অনুভাবনায়
আজ পৃথিবীর ঘুম ভেঙে যায়;
আকাশের নীল নিরালায়
ডেকে যায় বারে-বারে
কোনও দিন এই মাটি পৃথিবীর মনে
কোনও প্রণয়িনী-জন চেয়েছিল যারে।
সোনালি রৌদ্রে মৌমাছি অনুরাগে
উড়ে গেলে আলো চোখে এসে ভালো লাগে;
কি ক’রে হারায়ে গিয়েছে সে-কথা অন্তরে যদি জাগে
সে-ব্যথা তবুও নেই আজ এই আলোকের পারাবারে।

রচনাকাল: ১৯৪৭-৪৮ (?)
শারদীয় আজকাল: ১৪০৬