স্বপ্ন দেখি

স্বপ্ন দেখি: মৃত মুখ ছবির মতন
আঁধারের বুক থেকে জেগে ওঠে ঢের
মৃত উর, মৃত বেবিলন
আজও আমি পাই তাহাদের

হৃদয়ের আঁধার অতলে
জেগে ওঠে তাহাদের প্রাণ
রুপালি রেবা’র জলে
পুষ্পসেনী আজও করে স্নান

সুমাত্রা’র সমুদ্রের পারে
সিংহলের বেগুনি সাগরে
মণিমুক্তা প্রবালের হারে
আমার স্বপ্নের ডিঙ্গা ভরে

হৃদয়ে গোধূলি লেগে আছে
কোন্ দূর পুষ্করের তীরে
ময়ূর উড়িয়া যায় গাছ থেকে গাছে
লক্ষ বছরের কোন্ মৃত ময়ূরী’রে

পেতে চায়; ক্রৌষভ পর্বতের থেকে, আহা,
ক্রৌয়ড়ী’রা উড়িয়া গেছে (বুঝি) সব?
কই গেছে? হৃদয়ের স্বপ্ন জানে তাহা
(শোনে যে তাদের কলরব!)