শ্মশানের দেশে তুমি

শ্মশানের দেশে তুমি আসিয়াছ- বহুকাল গেয়ে গেছ গান
সোনালি চিলের মতো উড়ে-উড়ে আকাশের রৌদ্র আর মেঘে-
লক্ষ্মীর বাহন যেই স্নিগ্ধ পাখি আশ্বিনের জ্যোৎস্নার আবেগে
গান গায়- শুনিয়াছি রাখিপূর্ণিমার রাতে তোমার আহ্বান
তার মতো; আম চাঁপা কদমের গাছ থেকে গাহে অফুরান
যেন স্নিগ্ধ ধান ঝরে… অনন্ত সবুজ শালি আছে যেন লেগে
বুকে তব; বল্লালের বাংলায় কবে যে উঠলে তুমি জেগে;
পদ্মা, মেঘনা, ইছামতী নয় শুধু- তুমি কবি করিয়াছ স্নান

সাত সমুদ্রের জলে,- ঘোড়া নিয়ে গেছ তুমি ধূম্র নারীদেশে
অর্জুনের মতো, আহা,- আরও দূর ম্লান নীল রূপের কুয়াশা
ফুঁড়েছ সুপর্ণ তুমি- দূর রঙ আরও দূর রেখা ভালোবেসে;
আমাদের কালীদহ- গাঙুড়-গাঙের চিল তবু ভালোবাসা
চায় যে তোমার কাছে- চায়, তুমি ঢেলে দাও নিজেরে নিঃশেষে
এই দহে- এই চূর্ণ মঠে-মঠে- এই জীর্ণ বটে বাঁধ বাসা।