স্বতই দরিদ্রলোক

স্বতই দরিদ্রলোক- সময়ের পথে চ’লে যখন সে হতেছে স্থবির
তখন কী আর আছে তার শ্লাঘার মতন-
ঢের আগে মৃত এক যৌবনের অমোঘ নারীর কাছে গিয়ে?
এক গাড়ি টীকা নিয়ে উর্বশীর কাছে যদি যেত বাৎসায়ন
নগরী অন্ধের মতো ডাক দেয় যদি তাকে পথ-পথান্তরে
অথবা সমাজ তাকে তত্ত্ববিদ পুরোহিত ভেবে
তাহার হলুদ নখ ছুঁচোলো গালের কাছে হেঁয়ালির নিরসন চায়
তা হলে সে সবেকেই আমরণ অভিজ্ঞতা দেবে
বিকেলের রোদে তার বিচলিত আলখাল্লা তবে
হয়তো-বা হয়ে যাবে বৈকুণ্ঠের কাপড়ের মতো
‘আয়ন্তু সর্বতঃ স্বাহা’ উচ্চারণ ক’রে
স্থবির গভীর ভিড়ে তবুও তো স্থবির ফলত।
স্বতই দরিদ্রলোক- সময়ের পথে চ’লে যখন সে হতেছে স্থবির
তখন কী আর আছে তার শ্লাঘার মতন-
ঢের আগে মৃত এক যৌবনের অমোঘ নারীর কাছে গিয়ে?
এক গাড়ি টীকা নিয়ে উর্বশীর কাছে যদি যেত বাৎসায়ন।