শুধু এক সত্য আছে

শুধু এক সত্য আছে পৃথিবীতে,- এক আলো,- রহিয়াছে সে এক সুন্দর
আকাশে- বাতাসে- জলে- অন্ধকারে আমাদের সব আলোড়ন আয়োজনে
দেখা দেয়;- তাহার ছায়ার মতো আমরা চলিতে চাই তাহার পিছনে!
জল-ধনুকের মতো আকাশের উচ্ছৃঙ্খল মেঘ আর বিদ্যুতের ‘পর
আমরা দেখেছি তারে,- যখন হতাশা সব আমাদের বুকের ভিতর
পুড়ে গেছে- অপেক্ষায় চোখ মেলে- পলাতক বালকের মতো সন্তর্পণে
আমরা দেখেছি তারে;- অধীর বিস্ময় এক জাগিয়েছে আমাদের মনে

তারে দেখে;- পশ্চিম মেঘের দিকে ছুটে যায় বিকালের আলোক যেমন
দিন ক্লান্ত হয়ে গেলে,- যেমন নক্ষত্র সব খুঁজে লয় আকাশের তল
পৃথিবীতে রাত্রি এলে,- অশান্ত আকাঙ্ক্ষা ল’য়ে আমরা তেমন
তাহারে খুঁজিয়া পাই;- তখন সরিয়া যায় পৃথিবীর সমুদ্রের জল
স্তব্ধ হয়ে;- ভয় পেয়ে চ’লে যায় প্রতিহত অজগর সাপের মতন
পৃথিবীর সব অবসাদ-সাধ,- হৃদয়ের বিহ্বলতা- গহ্বর সকল।