সিন্ধুশকুন

আশ্বিনের শান্ত সকালে
বন্দুকের আওয়াজ
এক ঝাঁক পাখির চিৎকার
আকাশে অসংখ্য ডানার ওড়াউড়ি
কোথায়-যে পালিয়ে যাবে
পথ খুঁজে পায় না;
কিন্তু একটি শালশিরা’র
হৃদয়ে আর কোনও সন্দেহ নেই
ভয় নেই
বাধা নেই
সে তার নির্দিষ্ট পথ খুঁজে পেয়েছে
ঘাসের উপর
এক বার ডানা ছড়িয়ে একটু নড়বার চেষ্টা
তার পর গভীর শান্তি
পৃথিবীর সোনালি শস্যের মতো সে
পৃথিবীর শান্ত সোনালি শস্যের মতো।