সব নদী সব দিকে গেলে
সাহারা মরুর বুকে সবশেষে নদী যায় বটে
নচেৎ তা অমন কঙ্কালে
নদীরই মতন খটখটে
তবুও নদী ও জ্যোৎস্না, ভোর র’য়ে গেছে
একাদশী চাঁদে এক শোকাবহ ঘোর
লেগে গেলে একবার প্রেত জ্যোৎস্না মনে হয় তবে
একবার ব্রহ্ম মুহূর্তের মতো ভোর৷
সব নদী সব দিকে গেলে
সাহারা মরুর বুকে সবশেষে নদী যায় বটে
নচেৎ তা অমন কঙ্কালে
নদীরই মতন খটখটে
তবুও নদী ও জ্যোৎস্না, ভোর র’য়ে গেছে
একাদশী চাঁদে এক শোকাবহ ঘোর
লেগে গেলে একবার প্রেত জ্যোৎস্না মনে হয় তবে
একবার ব্রহ্ম মুহূর্তের মতো ভোর৷