সফল মুহূর্ত

সফল মুহূর্ত ভ’রে ঢের দিন
নদীর জলের দিকে চেয়ে
নীরেনের অন্তরাত্মা নদীর মতন হয়ে গেল
নীরেন মুস্তাফী ক্ৰমে এক দিন প্রাচীনতা পেয়ে
তাকাল সবের পানে চারি-দিকে
হৃদয়ে জলের থেকে স্নিগ্ধ ঢেউয়ে সূর্য মিত্র বরুণ ব্যতীত এক (দত্তদের) মেয়ে
আপনার প্রতিবিম্ব দেখে নিতে এসে
হয়েছে মেঘের সাদা শরীরের মতো
আকাশকে সব দিয়ে স্বভাববশত
নিয়েছে নদীর জলে ক’টি মাছ পদ্মসমান
হুবহু দুইটি হাঁস হয়ে যে-রকম
জলের উপর দিয়ে ভেসে যায় একাকিনী হাঁস।