সহসা ঝড়ের দিনে

সহসা ঝড়ের দিনে লুণ্ঠনের ঊর্ধ্বে উঠে চিল
আমারই এ-হৃদয়ের মতো
হয়তো-বা নীলিমাকে চায়
তবুও দৈত্যের কাছে প্রেমিকেরা হবে পরাহত
পরিহাস ক’রে যায় বিরক্ত নিখিল?

কখন সে প’ড়ে গেছে আমাদের পায়ের নিকটে
সোনালি প্রবীণ এক পাখি
জীবনকে বিক্ষোভের মতো বড়ো মনে করেছিল
তবু আজ আকাশের মতো আরও বৃহৎ- একাকী
মৃত; মৃত্যু; প্রিয় আজ আমি তার হাতে আঁকা পটে।

চারি-দিকে অবিকল বিকেলের রাঙা সূর্য জ্বলে
সমস্ত জলের সুর আপনার কান পেতে প্রবাহিত হয়
আমার হৃদয়ে সেই সুশৃঙ্খলা হতেছে গ্রথিত
যখন মহিলা, মৃত্যু, জীবনকে একই বিদ্যুতের মতো মনে হয়।
অথবা গরিমা ব’লে মনে হয় সময়ের উৎসাহবশত-
ব’লে যায় আকাশের বিঘূর্ণিত নক্ষত্রনিচয়।



[আবু হাসান শাহরিয়ার তার সম্পাদিত গ্রন্থ ‘জীবনানন্দের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র (২০০৮) বইতে এই কবিতার শিরোনাম দিয়েছেন ‘গরিমা’। কিন্তু পাণ্ডুলিপির কবিতায় এর কোনো শিরোনাম না থাকায় প্রথম লাইনকেই শিরোনাম রাখা হলো।]