সকালবেলার আলো

সকালবেলার আলো আমাকে আজ মানুষ ব’লে স্বীকার ক’রে নিল
বিকেলের আলো আমাকে মানুষ ব’লে টের পেল না আর:
‘মনপবনের ঘোড়ায় চ’ড়ে তুমি মহাশূন্যের দিকে চ’লে যাও’
আমি ঘরের ভিতরে তাকিয়ে দেখলাম
যে কোনও দিন আসবে ব’লে ভাবতেও পারি না, কিন্তু তবুও আকস্মাৎ এসে পড়ে!

আজ হঠাৎ সে এসেছিল
টেবিলের কিনার থেকে আমার চেয়ারটাকে টেনে ঘুরিয়ে রেখে গেছে

চেয়ারটাকে আবার ঘুরিয়ে গুছিয়ে রাখবার মতো হৃদয় আমার নেই আর।