সমস্ত শতাব্দী ভ’রে

‘সমস্ত শতাব্দী ভ’রে চেষ্টা ক’রে তবে-
বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়েছিল বটে’
ব’লে ক্ষুব্ধ বাতাসের শরীরিণী উড়ে
চ’লে গেল দূরে- আরও দূরে
সমস্ত যুগের লটবহরের দিকে
বিখ্যাত মুণ্ডের থেকে লাঙ্গুল অবধি অকপটে

দু’ চোখ বুলায়ে নিয়ে ব’লে গেল তারা:
‘তোমার শেয়ালগুলো রুখেছিল শিকারির পিছে
তোমার শিকারিগুলো ছুটেছিল গণিকার পানে
তোমার গণিকা সব- প্রেমের সন্ধানে
তবুও তোমার সব প্রেমিকেরা ঘুঘু-
হত্তেল- হত্তেল ঘুঘুদের মতো ছিল মিছে।’