সময়ের ফাঁদ

সময়ের ফাঁদ এসে সকলকে ধ’রে নেয় যখন বাতাসে
দুইটি সোনালি মাছ গোপনীয় সুর তুলে বলে
‘ভোরের বেলার সূর্যে- কাঁচের বৈয়মে স্বচ্ছ জলে
এখন চোখের জ্যোতি পূর্ণ হয়ে আসে

ব্রহ্মাণ্ডকে দেখা যায় সাদা গোল ডিমের মতন
কিছু আরও নিভৃততর হয়ে থাকে
অনেক অস্পষ্ট কথা আমাকে তোমাকে
ব’লে সে নিজেকে আজ করেছে আলোয় নিরসন

এখন সকল জল মিশে আছে ফসলের মতো সাদা কাঁচে
কাঁচের ভিতর থেকে গ’লে আসে ঢেউ
তোমার আমার মতো নেই আর কেউ’
দিনের বেলায় তারা ট্রামের আলোর মতো নাচে

যদিও চার্বাক আর গার্গী ব’লে মনে হয় তাহাদের মাছের আভাকে
অথবা ওয়েস্টব্রুক শেলি’র মতন
অমল আলোক তবু করেছে নিজেকে নিয়ন্ত্রণ
তাদের আয়ুতে এসে আমাদের বেলোয়ারি সময়ের ফাঁকে।