সময়ের কাছ থেকে

সময়ের কাছ থেকে যদি কিছু নিতে চায় বিহ্বল মানুষ
পাখি ও নির্ঝর প্রীতি সংস্কৃতির থেকে চেয়ে নিক
ঘাসের তরঙ্গ- রোদ- বেঁচে থাকা: পবিত্র জিনিস
এ সবের চেয়ে কি অধিক
সাধ কেউ চেয়েছিল কোনও দিন কারু কাছ থেকে

সকলের সফলতা সকলকে দিতে তবু চেয়েছিল না কি
সারা দিন প্রিয় সৃষ্টি রাত্রির আলোকবর্ষ চোখে রেখে ঘুম
ঘুমের ঈষৎ আগে স্মরণীয় জীবনের প্রতিধ্বনি
আবার ভোরের রৌদ্রে ক্ষণিক শুভ্রতা- পাখি- নভোনীল- আকাশ কুসুম

আজ সব। মানুষের আগে পাখি দূর চিত্রভানুলোকে উড়ে চ’লে গেলে
মৃতদের অনাগতদের কাছে আমাদের ঋণ
মুক্ত হোক মধু হোক সুবাতাস শুভ্র সূর্য হোক
সে অনেক- ইতিহাস- তীর্ণ নরনারীদের স্বভাবে নবীন।