সময়ের পথে-পথে ঘুরে ফেরে

সময়ের পথে-পথে ঘুরে ফেরে সারা-দিন- তবু- তার পর-
ঘুমের সময় আসে অন্ধকারে- নদীদের ঢেউয়ের ভিতর

অনেক মাছের প্রাণে;- চারি-দিকে চেয়ে থাকে অগণন ঘাস-
ধূসর পাখির মতো থেমে থাকে নক্ষত্রের নির্লিপ্ত আকাশ;

বাঁশের বনের পিছে মশা’র বিন্দুর ভিড়ে জেগে ওঠে চাঁদ
মনে হয় সমস্ত থামিয়ে দিয়ে যেন এক মায়াবীর ফাঁদ

তার পর র’য়ে গেছে; রূপ, প্রেম: সবই অন্ধকার;
সবই দীর্ঘ নিস্তদ্ধতা; কঙ্কাল হবার- শূন্যে মিলিয়ে যাবার।



[আবু হাসান শাহরিয়ার তার সম্পাদিত ‘জীবনানন্দের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র’ (২০০৮) গ্রন্থে এই কবিতার শিরোনাম দিয়েছেন ১৯৩৬। কিন্তু পাণ্ডুলিপির কবিতায় এর কোনো শিরোনাম দেওয়া হয়নি বিধায় এখানে পাণ্ডিলিপির কবিতার মতোই শিরোনাম রাখা হলো।]