সময়ের রীলে ঘুরে

সময়ের রীলে ঘুরে ঢের দিন
আলোকছায়ার ভিড়ে সমাবৃত হয়ে
অনুভব ক’রে গেছি নিওলিথ-যুগ থেকে
এখনও বাতাস যায় বয়ে

কঙ্কালের মতো আঁট সকলের
মাথার ভিতরে শাঁস ঘিরে
অবিরল কৃমিগুলো ক্রমে
স্বাদ পায় নিবিড় পনিরে

কথা বলি- কাজ করি- চিন্তা ক’রে যাই
দ্বার থেকে জীবনের দ্বারে
নতুন জুতার ঘ্রাণ পাওয়া যায়
সকলের সুগঠিত আনকোরা হাড়ে।