সমুদ্রের দিকে চলেছি

বেলগাঁওয়ের থেকে
সমুদ্রের দিকে চলেছি
উঁচু-নিচু পাহাড় পেরিয়ে…
জঙ্গল… ভোরের রোদ পাখির পালক ঘাস-
জীবনের ফেনা
বাঁশের অজস্রতা অসংখ্য তোতার সবুজ পালকের মতো
অনেক জঙ্গল
রোদ কাঁপছে ডালপালার ছায়ার ভিড়ে
হলুদ ক্যানার পাপড়ির মতো
তারাফুলের মতো
আকাশের তারার মতো
মাইলের পর মাইল
উঁচু-নিচু ঘাসের কোলে
রোদের ওপরে…
পাতার এই জাফরিকাটা পথ দিয়ে
সমস্তটা সময়
আমার হৃদয়
ফড়িঙের মতো ভেসে চলেছে
একটা চিতা ধীরে-ধীরে চ’লে যাচ্ছে
রোদের ভিতর উজ্জ্বল ছাল নিয়ে কী এক
বিস্ময়ে সে দাঁড়িয়ে ছিল
পাহাড়ের থেকে পাহাড়ে
সুন্দর বিদ্যুতের মতো
কয়েক মুহূর্তের এই ঢেউ: এই চিতা
এই সমুদ্রের আর কোনও রং নেই
সেই পুরোনো গভীর নীল ছাড়া
এই রং স্বপ্নের ভিতরে বোতলে ক’রে নিয়ে যেতে
পারা যায় না
শুধু সমুদ্রের গায়ে লেগে থাকে
শুধু এই দক্ষিণের সমুদ্রের গায়ে!