সমুদ্রের জ্যোৎস্না

সমুদ্রের জ্যোৎস্নার নিকটে- প্রাসাদে
নক্ষত্রের মহনীয় স্তব্ধতায় নিয়ে গেল হৃদয় আমারে-
সেইখানে নীরবতা: জ্যোৎস্না আর সমুদ্রের ধ্বনির মতন;
ধূসর প্রাসাদ যেন মোমের আলোর মতো জ্বলিতেছে স্তব্ধতায়
তবুও এ-পৃথিবীর হেঁট অন্ধকার আর বেদনার কাছে তার আছে সব ঋণ
নোঙর ফেলিতে এসে পৃথিবীতে দেখেছে সে বন্দরের কেরোসিন-রস
বেড়ালের কলরব, মৃত বাদুড়ের মাংস, মানুষের হৃদয়ের স্থবির বয়স
নির্জন ক্ষুধায় তাই নক্ষত্রের ল্যাম্প জ্বেলে- চমরি’র মতো সাদা সমুদ্রের তীরে
পরিচিত স্নিগ্ধ থামে- অপার্থিব পাথরের সাদা অনুভব দিয়ে
বিরচিত প্রাসাদের মতন কৃপায়
সৌন্দর্য রেখেছে তার লিপ্ত অভিপ্রায়।