সমুদ্রের পারে এই

সমুদ্রের পারে এই নক্ষত্রের তলে যদি আজ আমি শেষ হয়ে যাই,-
ঘুমাবার আগে তবু মনে র’বে পৃথিবীতে কোথায় আমার ছিলো স্থল;
আমি এখানের নই,- এই তারা, আর এই বিদেশের সমুদ্রের জল,-
তোমাদের কাছে এসে এইখানে যদি আজ অন্তরের সকল হারাই;
যাহাদের ভালোবেসে গেছি আমি একদিন পৃথিবীতে- সেই বোনভাই
জেগে আছে,- জড়ায়ে রয়েছে আজ অন্ধকারে অন্য এক নক্ষত্রের তল,
ঘুমায়েছে,- তারার আলোয় আজ হয়ে গেছে তাহাদের হৃদয় শীতল
হয়তো-বা;- তারা যাহা জানিয়াছে- বুঝিয়াছে- জানিয়াছি আমিও তাহাই;

আমি সেই বাংলার,- সেইখানে একদিন চোখ মেলে দেখিয়াছি ঘাস
উঠেছে সবুজ হয়ে,- হৃদয়ের শান্ত আকাঙ্ক্ষার মতো ঢুলে কাছে এসে
মাঠে পথে ধুলোমাটি সেইখানে একদিন নিজেদের করেছে বিকাশ
আমার বুকের কাছে,- তাহাদের আরও ঢের কথা ছিল থেমে গিয়ে শেষে!
পরিচ্ছন্ন আলো ল’য়ে ভোরবেলা দেখা দিয়ে গেছে সেই ভোরের আকাশ,-
আমি সেই বাংলার,- তাহার মাটির মতো ঘ্রাণ ল’য়ে ফলেছি যে-দেশে-।