সমুদ্র-পায়রা

কেমন ছড়ানো লম্বা ডানাগুলো সারা-দিন সমুদ্রপাখির।
যত দূর চোখ যায় সাগরের গাঢ় নীলিমায়
নিজেকে উজোতে গিয়ে চোখের নিমেষে
সকালবেলার রোদ পাখি হ’য়ে যায়।

কোথায় আফ্রিকা আলুলায়িত শ্বেতাঙ্গ-নীল চোখে-
এ-পৃথিবী কবলিত হয়,-
কোথায় চড়ুই দেখে বেড়ালের নির্জন চোখের
নীলিমা কি জীবন- কি মৃত্যুর বিস্ময়,-

অনুভব ক’রে প্রিয় মনে হয় জীবনই গভীর,-
মদির মৃত্যুর সাথে ঐতিহাসিক কাল খেলে;
সৈকতে বাজারে মৃত পমফ্রেটের অমাযামিনীর
নক্ষত্রে সূর্যের মতো পাখি তুমি এলে।