সন্ধ্যার কুয়াশায়

সন্ধ্যার কুয়াশায় তোমার কথা মনে পড়ে
বাতাসের মৃদু হাতের ঝাঁকুনিতে সজনেফুল ঝরছে
ঘাসের উপর
আমার হৃদয়ের নিঃশব্দ কামনার মতো;

তোমার মুখ আমার প্রাণে নীল গোলাপি কমলা রঙের সমুদ্র ফেনিয়ে তোলে না আজ আর!
কমলা-রঙের মেঘের আলোয় দাঁড়কাক তার নীড়ের দিকে উড়ে যাচ্ছে
আজ তুমি আমার নীড় নও
কেউ-ই নও
যে-আবেগ নীড় গ’ড়ে তোলে আমার হৃদয়ে তা হারিয়ে গেছে।

সন্ধ্যার অন্ধকারে তোমার কথা মনে পড়ে তবু
হিজলগাছের ডালে ব’সে কোকিল ডাকছে
তার গানের আকাঙ্ক্ষা ও বেদনা কুহকের কম্পন আমাকে অধিকার ক’রে রাখে
এক বার তোমার মুখের রূপ দেখেছি ব’লে
হিজলের ডালে কোকিলের গান অধিকার ক’রে রাখে আমাকে
এই সন্ধ্যার ছায়া, আকাশের নিভন্ত জাফরান মেঘ
অন্ধকারের অবিরাম করুণ বুনন, ঘাসের নিঃশব্দ কোমল স্নায়ু
আমাকে অধিকার ক’রে রাখে-
এক বার তোমার মুখের রূপ দেখেছি ব’লে
এই পৃথিবী আজও আমার হাত ধ’রে রাখে
ঐ সন্ধ্যার পাহাড়কে রহস্যময় ব’লে মনে হয়
মনে হয় নদীর জল বিমর্ষ স্বপ্ন দেখছে।