সন্ধ্যার পৃথিবী

এই সন্ধ্যার পৃথিবীর দিকে তাকিয়ে আছি
প্রান্তরের ভিতর দিয়ে একটা গোরুর-গাড়ি যাচ্ছে
খড়ের গন্ধ ভেসে আসছে
অনেক রকম রেশম দিয়ে ম্লান আলো (যেন) তার গালিচা বুনে এনেছে
এই সন্ধ্যার পৃথিবীর দিকে তাকিয়ে রক্তের ভিতর ব্যথা ও কামনার কুয়াশা জেগে ওঠে আমার
হৃদয়ের হলদে জাফরান আকাঙ্ক্ষার মতো ঝাউবনানির পিছনে মেঘের ভিড়
মৃত মানুষ: যে ঘাসের নিচে বহু দিন হয় ধুলো, সে-ও আজ শরীর তৈরি করে তার
গোধূলির এই নরম নীরব পৃথিবীকে আস্বাদ করবার জন্য
শিরীষ ঝাউয়ের পিছনে ঐ নীল-লাল-কমলারঙের মেঘে
কামনার কাতর পাখা ভাসিয়ে দেবার জন্য
হায় কামনা, হায় জীবনের আতুর স্বপ্নের কাতরতা,
এই পৃথিবীর- এই আকাশের গহন রূপ ছেড়ে
মৃত্যুর ভিতর হারিয়ে গিয়েও তোমার সমাপ্তি নেই-