সঙ্কুল সিংহীর মুখ

সঙ্কুল সিংহীর মুখ দেখা যায়
আঁধারের পারে যেন নিথর ব্যাদান
অথবা ভৌতিক সিংহী- আমারও আত্মায় ক্ষত
যদিও চলেছে ঘুরে কঠিন প্রাণ

ঘাসের উপর শুয়ে প্রান্তরের পথে
সাহসিক কৃষাণের মতো আমি একা
আমার তুণীর আর অযুত নক্ষত্র ছাড়া
পাই নাই আর কারু দেখা

তবুও ছায়ায় মতো লেগে আছে- বাদাম গাছের নিচে-
পাহাড়ের মতো যেন বড়ো
অস্পষ্ট জনের মতো রয়েছে নীরব হয়ে
শনৈশ্চরের চেয়ে ক্রুরতর।

যেন আমি মৃত ঘোড়া- মৃত গাধা
আধোমৃত- পামীরের যেন মৃগরাজ
অথবা এ-পৃথিবী পাংশু চোখে লাগিতেছে
শকুনের দুঃসাহস আজ।

তাই সে স্ফুলিঙ্গ- প্রেম- তবুও পাথর-
অস্পষ্ট জলের গম্বুজ যেন- অন্ধকার গীজের মুরতি
শকুনেরা উড়ে চ’লে যায় দিক দিগন্তরে
চেয়ে থাকে ক্রুর শুক্রতারকার লোল জ্যোতি।