সপ্রতিভ লোক সব

সপ্রতিভ লোক সব রয়ে গেছে সময়কে ঘিরে
ঘড়ি ধ’রে শৃঙ্খলার বেগে
আরও এক তিল দীপ্তি পেয়ে গেলে তারা
মিশে যেত নীলিমার মেঘে

যেন দূর রৌদ্রালোকে হাওয়ার মতন
তাহাদের কলরব আমাদের দেশে
অত্যন্ত গভীর, সুস্থ, জ্ঞানময়- তবু-
মনে হয় টাকশাল থেকে উঠে এসে

হৃদয়ে ঝিমায়ে থাকে আমাদের সারা-দিনমান
বংশালে পেয়ে যায় লয়
নির্মল প্রাণের স্পর্শে পরিচ্ছন্ন স্পষ্ট ব্যক্তিদের
শুভ কামনার লোভে তাদের হৃদয়

হয়তো-বা ভুল ক’রে খেটে যায় সারা-দিনরাত
হয়তো-বা আমাদের জীবনের হিসেবের ভুল
তবুও যতই তারা আমাদের নিষ্কলুষ ক’রে দিতে চায়
ভেড়া’র লোমের থেকে তত বার হয়ে আসে উল।