সর্বদা রাত্রি হলে

সর্বদা রাত্রি হলে মানুষেরা ফিরে আসে ঘরে
সর্বদা মানুষ ডুবে চ’লে যায় নদীর ভিতরে
স্বচ্ছ এক পাললিক তলানির ‘পরে

দোলে সে মাছের সাথে আপনার (অন্যবিধ) স্বাধীন নিয়মে
মৃত গার্গী, প্যাসকাল, কনফুশিয়সকে কেউ বুদবুদ ভাবে নাই ভ্রমে
সময়ঘড়ির সাথে নড়ে তারা নিজের সংযমে

যেন এই বধিরতা শেষ হয়ে যাবে এক দিন
কুয়াশা নিজেকে ভেবে বহু কাল- অবশেষে ঋণ
শোধ ক’রে দিয়ে হবে প্রকৃতির চেয়ে সমীচীন।