সর্বদাই মনে হয়

সর্বদাই মনে হয় সময় রয়েছে
এই বার- সেই বার জীবনমৃত্যুর থেকে উঠে
আমার আসল গান বলা যাবে তবে
আর সব ভস্ম হয়ে গিয়েছে চুরুটে

তবুও সময় আছে- সময় রয়েছে-
সর্বদাই সময় রয়েছে ঢের
করতালি দিয়ে জল- জেগে উঠে আমি
ভেঙে যাব মৃন্ময় পাত্রের

অন্ধকার- অবিচল সূর্যহীনতাকে
দেয়ালে যে-কৃকলাস নড়ে
দেয়ালে যে-আলপনা কেবলই বিবর্ণ হয়
তারা সব বৃত্তের ভিতরে

আমি কোনও পরিমাপ নই তবু
স্বপ্ন আর সেঁকোবিষ নিয়ে
অসীম সময় আমি হারায়ে ফেলেছি
আপনাকে তবু আমি ফেলি নি হারিয়ে

বালির ভিতর দিয়ে উটপাখি চ’লে যায়
আপনার সাম্রাজ্যের দিকে
বেবিলন গ’ড়ে ওঠে, লয় পায় দুই অনুপলে
বালুকাও ফাঁস হয়ে হারায় পাখিকে

নীলাকাশ আপনার অমরতা টের পায়
আকাশের অন্ধকারে ভেসে ওঠে হিম
মনে হয় আমিও তো শেষ হয়ে গেছি
তবুও জীবন্মৃত্যু পুনশ্চ অসীম।