শ্রুতি-স্মৃতি

আলোর চেয়েও তার সহোদরা আঁধারের পথে বারবার জন্ম নিয়ে
যোদ্ধা জয়ী অবক্ষয়ী কলঙ্কী হয়েছি।
কোনও কিছুর শুভ্র আভা- কোনও ভালোবাসার আকাশ পেতে গিয়ে
আয়ু ফুরাবার আগে ম’রে গেছি।

ইতিহাসে শেষ হয়ে গিয়ে তবু অজর অনড় চোখ মেলে দেখে গেছি
আমাদের হৃদয়ের আশা
নদীর জলের মতো মিশরের, দিল্লীর, মাদ্রিদের, লন্ডনের পথে নেই ব’লে
নেই- নেই- মেটে নি পিপাসা।

তবুও প্রাণের আলোড়নে এসে নবতর নবীনেরা বারবার ক্লান্ত শতাব্দীকে ব’লে গেছে:
মৃত সূর্য- তপতী কি তুমি!
তাদের আশার ভোর তবুও সূর্যের চেয়ে বালির উত্তেজে বড়ো হ’য়ে
হয়েছে হত্তেল মরুভূমি-

অগণন অ্যান্টিএয়ারক্র্যাফট্ গান, সার্চলাইট্ ঘুরায়ে ঘুরায়ে দেখা যায়।
বুদ্ধ, খৃস্ট, এঞ্জেলোর মোম
মহৎ বস্তুর মতো, নিভে, তবু ব্যাপ্ত হ’য়ে আছে- সব জেনে- আধো জেনে
চুংকিং, কলকাতা, দিল্লী, মস্কো, রোম

অধিক প্রাণের দিকে চ’লে যায়- নিপট, কপট, শঠ, কর্মী, মর্মগ্রাহী
মানব নিঃশেষ হবে জেনে তবু ভালো
মানবিক কলরবে অন্নপূর্ণা মরীচিকা খোঁজ ক’রে চলেছে- চলেছে-
হে কঠিন, সহজাত সূর্যের আলো।