স্তাবক-সমাজ

পৃথিবী নিজের গুণে ঘুরে-ঘুরে অবশেষে অবসন্ন হলে
সূর্যের চাকার সাথে মিলে-মিশে গিয়ে
বন-বন বন-বন লাটিমের মতো হয় যদি
যেমন তা হয়ে যাবে এক দিন- আমি জানি, তুমিও তো জান
অতীব আশ্চর্য হয়ে ভাবি তবু আজ
তোমার মতন প্রিয় লেখকের সে-আঁধারে মৃত্যু হলে ল্যাম্পের অভাবে
কী ক’রে মরেছ জেনে বেঁচে যাবে স্তাবক-সমাজ।