স্থবির হবে না তুমি

স্থবির হবে না তুমি কোনও দিন- স্থবিরের মতো নীরবতা
আসুক হৃদয়ে তবু;- হেমন্তের ধূসর বিকালে
প্রবেশ করিছে প্রাণে মৃতদের কথা-
কাঠবিড়ালিরা সব অশ্বত্থের ছালে

কীসের সুঘ্রাণ পায়?- এই মৃত্তিকায়- এই মাঠে
এই ঘাসে- এ-সব আকাশে
কবেকার নির্জন ভূতেরা যেন হাঁটে
আমার চেয়েও তারা পৃথিবীরে বেশি ভালোবাসে-

বাদুড়ের স্তব্ধ পথে- বাতাসে- শিশিরে-
পথে-পথে বাগানের ফুলে- বিবর্ণ গহ্বরে
খসা দেয়ালের গন্ধে- ঘুমে-ঘোর মাছিদের ভিড়ে
অনেক বিলুপ্ত সোনা ফিরে আসে ঘরে।