স্থবির মানুষও দেখি

স্থবির মানুষও দেখি- ফাল্গুনের ভোরে জেগে উঠে
খানিকটা জীবনের আশা করে আরও
হে পৃথিবী, হে জীবন,
আমারে কি তোমাদের বর্ণ দিতে পারো?

তা হলে পাখির মতো উড়ে যাব
জ্যোৎস্নার থেকে দূর জ্যোৎস্নায় আমি
সময়ের হাত ছেড়ে চ’লে যাব
মায়া-দেশ দরজায় নামি।

মায়াবিনী কুমারীরে চেয়ে নেব
আমি বর্ণ- আমি এক পাখি
চিত্রা আর চন্দ্রিমার মতো দ্বীপ-জ্যোৎস্নায়
উড়ে যাব দম্পতির মতন একাকী।