সুদীর্ঘকাল তারার আলো

তাকিয়েছিল দু’জন ওরা: শান্ত কক্ষে নীল জানালার পাশে
কাছাকাছি দু’টো তারা: আলোকবর্ষ অনেক আলোকবর্ষ গেলে পরে
কাছে কাছে থেকে তারা রবে কি প্রবাসে?
এই তারাটির আলো গিয়ে পড়বে না কি অপর তারার বুকে
মনের গভীরতম সুখে- সমস্ত অসুখে?

এ নক্ষত্র ঝ’রে গেছে হয়তো তখন কালের নিয়মে
ও নক্ষত্রে পৌঁছাতেছে হয়তো তখন সে অনুপম মৃত তারার আলো
এমনই পটভূমির ভূলে কি আমাদের সময় ফুরাল?
ফুরিয়ে যাক- ভুল তো নয়, সে ভুল যদি সত্য মনে হয়
জীবিত বা মৃত তারা বিশ্ব-অন্ধকারের আড়াআড়ি
অন্য মৃত বা জীবিত তারার দেখা চেয়ে
সময় কি শেষ করতে পারে? আমরা তো তা পারি।

ঐ তো নারী ব’সে আছে হয়তো মৃত তারা;
এই তো আমি তাকিয়ে আছি তারার আলোর মতো
আমরা দু’জন অতল অমায় হয়তো নিভে গেছি;
পাশাপাশি জ্বলেছিলাম, অনন্তকাল জ্বলেছি, প্রেমের অনির্বাণ-স্বভাববশত।

পঁচিশে বৈশাখের কবিতা। বৈশাখ ১৩৭৪