তাকালেই বোঝা যায় ঢের লোক হারায়ে গিয়েছে
তবুও আবার ঢের
ফুরায়ে যেতেছে- সবই দরায়ুস সম্রাটের ইশারায়
যুদ্ধে নেমেছিল
উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশ হ’য়ে গেছে, টের
পেতে দেরি হ’য়ে যায়। সময় চলেছে।
কোথাও বিশেষ দাবি নেই, নদী জলের বদলে রক্তের
কোথাও অপরিমেয় কাদা
মানুষের শবের ও হৃদয়ের-
সৃষ্টি ক’রে মন্বন্তরের বাঁধা
না পেতেই নিলেমে চড়িয়ে নবনবীন মল্লুকে নিয়ে আসে।