টানা আর পোড়েনের ফাঁক

টানা আর পোড়েনের ফাঁক থেকে মাঝে-মাঝে ব’লে যায় সঙ্কুল সময়
কে টেনেছে- কে বুনেছে জান তুমি সব
গভীর রাত্রিতে তাই ভোরের নদীর অনুভব
শিশুর মুখকে দীর্ঘ নিঃশ্বাসের মতো মনে হয়

এখন একটি যুগ যবনিকা ছড়াতেছে ব’লে বেড়ে যেতেছে তিমির
রাত্রিবেলা সেই অন্ধকারে তবু মানুষেরা পৃথিবীর পথে
নবীন- নবীনতর জন্ম লাভ করে মতামতে
কে কবে রয়েছে বলো- কে কবে রয়েছে বলো স্থির।