টের পাচ্ছি আমি

টের পাচ্ছি আমি- মরণের ঢেউ
ধীরে-ধীরে আমাকে ঘিরে নির্জন ধ্বনির জন্ম দিচ্ছে;
সূর্যের আলো স্ফুট হয়ে দাঁড়িয়ে রয়েছে- ছায়ার মতো
অন্ধকার বিছানায় শুয়ে পড়বার দেরি নেই আর!
যখন চোখ বুজে থাকব
চির-কালই বুজে থাকব চোখ?
কোনও এক শীত-রাত চ’লে গেছে ব’লে পাপিয়া ডেকে উঠছে;
টের পাব না কি আমি কোনও দিন!
আমার বৃদ্ধ জনক, আমার জননী তাদের অন্ধকার ঘুমের ভিতর থেকে
ডাক দেবে না কি আমাকে আর?
ঘুম ভেঙে যাবে না কি আমার-
তোমার ঝাপসা হৃদয় ঈশ্বরকে খুঁজতে গিয়ে
আমার ঘুমের উপর করুণ হয়ে আঘাত দিয়েছে ব’লে।