তিমির সূর্যে

বাহিরের থেকে ফিরে এসো
তবুও বাহিরে থেকে যাও;
হৃদয়ের ভিতরে ঢুকেও
তবুও দাঁড়াও-
সেইখানে নগরীর শূন্যে সূর্য এসে
মানুষকে প্রত্যহের উপাদান নিতে
ডেকে নেয় সম্ভাবনার পৃথিবীতে
তিমির সূর্যের মতো রোজ।

ঢের পথ চ’লে গেছে মনে হয়েছিল
হিসেবে সঠিক মূল স্বর্গের পানে;
অতীতের কুয়াশায় এ-রকম বোধ হত, তবু
আজকে ভাবছি এই মরুভূমি প্রাণকল্যাণে
স্নিগ্ধ হবে? হে শতাব্দী, হে নিবিড় মরুবৃক্ষ,
জেগে ওঠো তুমি-
শরীরের সময়ের শেষ নিরন্তর অগ্রসরে;
ফিরে এসো প্রেম- যুক্তিপ্রেমের ভিতরে;
স্বপ্নের ভিতরে যাও: বস্তুর ভিতরে!

দেশ। শারদীয় ১৩৫৮