টাইটান- মায়ের মতো সিন্ধু

টাইটান-মায়ের মতো সিন্ধু তুমি,- সমুদ্রের গর্ভ হ’তে অব্যর্থ সন্তান
জন্মিয়াছি;- পৃথিবীর সকল সমুদ্র-উপসাগরের জলের নিঃশ্বাসে
সিন্ধুর হাওয়ার মতো আমার নিঃশ্বাস গিয়ে ভাসে!
সিন্ধুর শৈলের মতো সমুদ্রের পারে আমি বাছিয়াছি জীবনের স্থান!
সেখানে ভরিবে মাথা রাত্রিদিন সমুদ্রের তরঙ্গের অসংখ্য সংগীতে!
গীতের দেবতা হয়ে যে গান গাহিছে সিন্ধু- সময়ের বুকে ছন্দ দিতে,
সিন্ধুর বুকের ‘পরে গানের দেবতা হয়ে যেখানে নক্ষত্র গায় গান,
পৃথিবীর সেই সিন্ধু আর সেই আকাশের নক্ষত্রের ছন্দের আহ্বান
স্ফুলিঙ্গের মতো রক্তে জ্ব’লে-জ্ব’লে কোনও দিন পারিবে কি আঁধারে নিভিতে!