তবুও মনকে ঘিরে

তবুও মনকে ঘিরে মহামানবিক আলোড়ন
আর এই পৃথিবীর অন্তহীন দ্বিধা দ্বেষ প্রেম সংগ্রাম
আমাদেরও রক্ত দিয়ে আদি রক্তবীজের নিধন
চেয়েছে, মিটিয়ে দেব ষোলো আনা দাম।

সুঅধ্যায় পর্বের প্রায় ক্ষয় হ’ল আজ
এই শতকের দিন ক্ষয় প্রায় হয়ে এল আজ।
অনাদি আশার বার্তা কালে কালে নীল নিরালয় শূন্যে ভেসে
অসংখ্য শতক ধ’রে অঙ্কিত রেখেছে সমাজ,
কিছুই হয় নি আজও-
তবুও মৃত্যু ভালো, যুগে যুগে মহান এ যুদ্ধ ভালোবেসে।
আশাশীল রাত্রি আসে চিরায়ত আশা ভালোবেসে।
সচেতন র’বে আলো অপ্রাপ্য ও আলো ভালোবেসে।
শত শতাব্দীর আশা নষ্ট হ’লে মৃতপ্রায় মানব-সমাজ
চলেছে তবুও
চলে।
বহু শতাব্দীর অনাগত আশা ভালোবেসে।
যুগে যুগে আলম্বন অন্বেষণ করবার কাজ
রক্তাক্ত মানুষদের দিতেছে গভীর ভালোবেসে।

ঘরে কোনও লোক নেই- কয়েকটি গ্রন্থ তবু আছে,
রয়েছে অব্যয় ছবি তিন জন চার জন একান্ত শিল্পীর
ফ্রান্সের, ইটালির, নিম জাম আমলকি গাছে
রয়েছে অগণ্য সব পাখিদের নীড়।
বারবার নষ্ট হ’লে তবু ম্লান মানব-সমাজ
চলবার বেগ পায় ইন্দ্রধনুকে ভালোবেসে।