তবুও নিজের স্থানে

আজীবন- অনির্বাণ- যুদ্ধ করেছিল
প্রসব সে করেছিল ঢের প্রণয়ীকে
ধূসর গাধার কানে বলেছিল উৎসাহের সুরে
সিংহ-ও তোমার মতো ফিকে
মনীষীদের কাছে তার পর তুলে ধরেছিল
আকাশের তারা আর সাগরের সকল বালিকে

এই সব স্মরণীয় কাজ করেছিল ব’লে তাকে
আমরা একটি যুগ- একটি বয়স্ক যুগ বলি
(যদিও অগস্ত্য এসে ঘুরে চ’লে গেল
ব্রহ্মাণ্ডের সব অলিগলি)
জীবনের যথাস্থান থেকে খ’সে গিয়ে
তবুও নিজের স্থানে রয়েছে সকলই।