তবুও সে আসবে না আর

(আমার হাতের কাজ ফুরিয়ে গেছে আজ
আমার হাতের কাজ ফুরিয়ে গেছে-)

শিশিরে অন্ধকারে পেঁচা ডাকছে ঐ গাছে
ঐ রবার-গাছের ডালপালা সরসর করছে
কোনও আকস্মিক বাতাসের সঙ্গে তবুও সে আসবে না
আসবে না আর
এখন মশারি ফেলবার সময়
এখন ঘুমের সময়
কমলা রঙের গহন স্বপ্ন যদি আমার মাথার ভিতর খেলা করে
যদি রঙিন কাচের জানালা তৈরি হয়
তৈরি হয় নদীর তীরের রহস্যময় প্রাসাদ
আমার মাথার ভিতরে
কোনও আকস্মিক বাতাসের সঙ্গে তবুও সে আসবে না
তবুও সে আসবে না আর।